ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের ক্রিকেটার ইমরান ফারহাতের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৪২, ২০ মে ২০১৬ | আপডেট: ১৮:৪২, ২০ মে ২০১৬

ইমরান ফারহাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার। ১৯৮২ সালে আজকের এই দিনে পাকিস্তানের লাহোরে জন্ম গ্রহন করেন এই ওপেনিং ব্যাটসম্যান। দর্শক ও সহকর্মীরা ইমরান ফারহাত নামেই জানেন তাকে। তবে, কেউ কেউ আবার রুমি নামেও ডেকে থাকেন। খুব অল্প সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলে করাচি সিটির হয়ে খেলা শুরু করেন তিনি। আর তিন বছর পর ২০০১ সালে প্রথম পাকিস্তান জাতীয় দলের হয়ে ওয়ানডে মাঠে নামেন ইমরান। ১৭ই ফ্রেবুয়ারী ২০০১ সালে ওয়ানডেতে অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮টি ম্যাচ খেলে রান করেছেন ১৭১৯। ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন ১টি ও হাফ সেঞ্চুরি করেন ১৩টি। আর ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ স্কোর ১০৭ রান। ২০০১ সালের ৮ই মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষেই সাদা জার্সিতে অভিষেক হয় এই বাহাতি ব্যাটসম্যানের। আর সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। টেস্টে ৭৭টি ইনিংস খেলে রান করেছেন ২৪০০। আর সর্বোচ্চ স্কোর করেন ১২৮ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতেন এই সাবেক পাকিস্তান ক্রিকেটার। ১৫৬টি ফাস্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ খেলে বল হাতে উইকেট পেয়েছেন ১০৭টি। আর লিস্ট এ ক্রিকেটে ১৭৩টি ম্যাচ খেলে পেয়েছেন ৮৪টি উইকেট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি