ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ১১ দেশের উদ্বেগ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২৫ মার্চ ২০১৮

খসড়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৩টি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ১১ দেশের রাষ্ট্রদূত। রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠককালে এই উদ্বেগের কথা জানান রাষ্ট্রদূতরা।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা দুই ঘণ্টার এ বৈঠকে অংশ নেন জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনশে তিয়ারেংকে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের প্রতিনিধিরা।    

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় ১১ দেশের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১১ দেশের রাষ্ট্রদূত তাঁর সঙ্গে বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই বৈঠকটিই আজ অনুষ্ঠিত হলো।

তিনি বলেন, তারা ডিজটাল নিরাপত্তা আইনের ধারা ২১, ২৮ ও ২৫ ধারা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাই এই তিনটি ধারা নিয়ে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, তাদের বক্তব্য শুনেছি। আমাদের পক্ষ থেকেও বক্তব্য পেশ করেছি। এগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেব। আমরা তাদের বক্তব্যগুলো দেখব, বিবেচনা করব এবং কিছুদিনের মধ্যে আবার মিলিত হব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ বলেন, আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে উদ্বিগ্ন। আইনটি স্বাধীন মত প্রকাশের পথে অন্তরায় বলে আমরা মনে করি। আইনটির অপব্যবহারের সুযোগ রয়েছে। আমরা আমাদের উদ্বেগের কথাগুলো জানিয়েছি। এই আইনটির ফলে সাধারণ মানুষ মত প্রকাশ করতে পারবে না বলেও তাঁরা মনে করেন বলে জানান থমাস প্রিনজ। 

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি