শেখ হাসিনার প্রশংসায় ট্রাম্প
প্রকাশিত : ২০:১৪, ২৫ মার্চ ২০১৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে এক বার্তা পাঠিয়েছেন। আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার এবং তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন ট্রাম্প।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ গণমাধ্যমের কাছে ট্রাম্পের লেখা বার্তাটি প্রকাশ করেন। বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ানমারের রোহিঙ্গা সংকট ইস্যুতে রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন।
তিনি লেখেন, “নিরাপত্তার জন্য আপনার দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে করণীয় নিয়ে আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। এই সব নারী, পুরুষ ও শিশুদের সহায়তায় আপনি যা যা করেছেন তার সব কিছুর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি,” বার্তায় লিখেছেন তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছেও আরেক পৃথক বার্তা পাঠান মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশি রাষ্ট্রপতির নিকট মার্কিন রাষ্ট্রপতি লেখেন, “হিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ায় বাংলাদেশের জনগণ ও আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি”।
“দুর্দশাগ্রস্ত ওই সব মানুষের প্রতি আপনার দেশের জনগণের সহৃদয়তা স্বীকার এবং তার প্রতি সম্মান জানায় যুক্তরাষ্ট্র।”
উভয় চিঠিতেই বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি লেখেন, “আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব উভয় দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করছে।”
প্রসঙ্গত, গত বছরের আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু করে দেশটির পুলিশ ও সেনাবাহিনী। এরপর থেকেই বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গারা। এখন পর্যন্ত সাত লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছে।
রোহিঙ্গা সংকটে নিজেদের সীমানা খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াতে বিশ্ব নেতৃবৃন্দ থেকে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
//এস এইচ এস//টিকে
আরও পড়ুন