ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘অপ্রতিরোধ্য উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ২৫ মার্চ ২০১৮

দেশে অপ্রতিরোধ্য উন্নয়ন ও টেকসই নিরাপদ এবং সুষ্ঠু অভিবাসন নিশ্চিতে সরকারকে সবার সহযোগিতা করা দরকার  বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. নমিতা হালদার।

আজ রোববার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ উত্তরণের পরিপেক্ষিত আয়োজিত সেবা সপ্তাহ উপলক্ষে‘ স্বল্প ব্যয় ও নিরাপদ অভিবাসনে নাগরিক দায়িত্ব শীর্ষক সেমিনারে তিনি একথা জানান।

তিনি বলেন, দেশে ও বিদেশে কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতির অনেকটাই অগ্রগতি হচ্ছে। পাশাপাশি ২০০৬ এবং ২০১৩ সালে শ্রম আইন সংশোধন করা হয়েছে। সচেতনতার অভাবে এসব আইনের বাস্তবায়ন হচ্ছে না। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনসচেতনতার বিকল্প ।

তিনি বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে চলছে । সরকারের একের পর এক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে । এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার আমাদের সহযোগিতা করতে হবে। 

তিনি বলেন, আমরা এবছর প্রায় ৩২ হাজার নারী শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। তাদের দক্ষতা ও ভাষাজ্ঞান নিশ্চিতে কাজ করেছি। ইতোমধ্যে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, আমাদের শ্রমিকদের বাহিরের দেশে কম বেতনে কাজ করতে হয়। এর একটি মাত্র কারণ আমাদের শ্রমিকদের ভাষাজ্ঞানে দক্ষতা কম। বিদেশে যেকাজের চাহিদা বেশি সে কাজে আমাদের কর্মীদের দক্ষতা কম।

এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) মহা সচিব মো. রুহুল আমিন ,ব্যবস্থাপনা পরিচালক ফারাহ আজুম বারী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব আমিরুল ইসলাম প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি