ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভিসা ট্রেডিং চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৫ মার্চ ২০১৮

স্বল্প ব্যয়ে বিদেশের বাজারে কর্মী পাঠাতে ভিসা ট্রেডিং চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার । নিরাপদ অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রেরণের প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

আজ রবিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন ড. হালদার।স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের পরিপ্রেক্ষিতে আয়োজিত ‘সেবা সপ্তাহ’ উপলক্ষে “স্বল্প ব্যয় ও নিরাপদ অভিবাসন নাগরিক দায়িত্ব”শীর্ষক সেমিনারের সমাপনি বক্তব্যে তিনি আরও বলেন, “স্বল্প ব্যয়ে কর্মী প্রেরণ করতে হলে ভিসা ট্রেডিং বন্ধ করতে হবে। একটি চক্র সবসময় ভিসা ট্রেডিং করে আসছে। এসকল ভিসা ট্রেডিং চক্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে”। দক্ষ ও  প্রশিক্ষিত কর্মী প্রতারণর শিকার হয় না বলেও সেমিনারে মন্তব্য করেন তিনি।

উক্ত সেমিনারে আলোচকবৃন্দ রিক্রুটিং এজেন্সী, এনজিও, নাগরিকের দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। আলোচকবৃন্দের মধ্যে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা) এর মহাসচিব মো. রুহুল আমিন স্বপন, মিডিয়া ব্যক্তিত্ব ও শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ, বায়রা’র যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান,  ওয়্যারবী’র চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বেসরকারি প্রতিষ্ঠান বে-ইস্টার্ন এর ব্যবস্থাপনা পরিচালক ফারাহ আনজুম বারী, আরমান এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী এ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন, এসএ ট্রেডিং এর স্বত্তাধিকারী আব্দুল আলীম।

আলোচকবৃন্দের বক্তব্যের পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বোয়েসের এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচারক মো. সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক বদরে মুনির ফেরদৌসসহ সেমিনারে উপস্থিত এনজিও এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সেমিনারে অভিবাসী কর্মীদের অভিজ্ঞতা বিনিময় করেন মালয়েশিয়াগামী ময়মনসিংহ জেলার ফয়সাল মিয়া ও সৌদি আরবগামী লালমনিরহাট জেলার মোছা. লাইলী।

শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ নিরাপদ অভিবাসনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তার বক্তব্যে বলেন, “অভিবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা তৈরি, অনিয়ম, বিশৃঙ্খলা প্রতিরোধে গণমাধ্যম ওয়াচডগের ভূমিকা পালন করছে। বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসীদের স্বপ্ন-সংগ্রাম, সুখ-দুঃখ, হাসি-কান্না এবং জীবনাচার যত্নের সাথে তুলে ধরছে। পৃথিবীর যে দেশেই আমাদের অভিবাসীরা ঝুঁকি ও সঙ্কটের মুখোমুখি হয়েছে সেখানেই গণমাধ্যম ছুটে যাচ্ছে”। অভিবাসন সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে অভিবাসন সাংবাদিকদের জন্য মিডিয়া এ্যাওয়ার্ড, লেবার রিসিভিং কান্ট্রিগুলোতে ভিজিট, এসাইনমেন্ট ভিত্তিক ফেলোশীপ প্রদানসহ ত্রৈমাসিক ভিত্তিতে গণমাধ্যমের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতবিনিময়ের পরামর্শ দেন তিনি ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, এনজিও, উন্নয়ন  সহযোগী সংস্থা, বায়রা’র প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি