ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দুর্নীতিবাজ ধরতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন :  দুদক চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২৬ মার্চ ২০১৮

প্রভাবশালী দুর্নীতিবাজদের ধরতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতিবাজরা অনেক বেশি ধূর্ত ও শক্তিশালী; অনেক প্রভাবশালীও বটে। একটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে এদেরকে ধরা সম্ভব না। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রতিষ্ঠানকে সবাই মিলে সাহায্য সহযোগিতা না করলে এটা অসম্ভব ব্যাপার। দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করতে দুর্নীতির লাগাম টানতে সবাই মিলে ঐক্যবদ্ধ শক্ত অবস্থান নিতে হবে।

স্বাধীনতা দিবসে সব সামাজিক, রাজনৈতিক শক্তি ও সংগঠনকে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিজ্ঞা করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের একার পক্ষে লড়াই করে সফল না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন ইকবাল। এই দুর্নীতি দমন কমিশনের এক হাজার ৭৩ জন লোক নিয়ে একা ১৬ কোটি মানুষের দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ অসম্ভব। এটি কেউ যদি আশা করেন তাহলে ভুল হবে।  উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে দুর্নীতির লাগাম টেনে ধরার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইকবাল মাহমুদ। আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছি, কিন্তু এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। উন্নয়নকে আমাদের টেকসই করতে হবে। এটাকে টেকসই করতে হলে অর্থনৈতিক দিকে যে অর্জন আমরা করেছি, সেই অর্জন যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। তিনি বলেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতি একই সঙ্গে যায় আমরা জানি, কিন্তু এটির লাগাম যদি টেনে না ধরতে পারি তাহলে আরও ছয় বা নয় বছর অপেক্ষা করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমেদ ও এএফএম আমিনুল ইসলামসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর দুদক কর্মকর্তারা সাভারে জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি