ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শাহীন ব্যাপারীও চলে গেলেন না ফেরার দেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ২৬ মার্চ ২০১৮

 

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শাহীন ব্যাপারী মৃত্যু বরণ করেছেন। সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

প্রতিষ্ঠানটির বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহীন ব্যাপারির অস্ত্রোপচার শেষ হয়। পরে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, শাহীন ব্যাপারির আরও অস্ত্রোপচার করতে হবে। 

গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা ৬৭ যাত্রীসহ ৭১ জন আরোহীর মধ্যে ৪৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি ২৬ জন।

এ ঘটনায় আহত ১০ বাংলাদেশিকে ঢাকায় আনার কার্যক্রম শুরু হয়। প্রথম আনা হয় শাহরিনকে। এরপর একে একে সবাইকে ঢাকায় আনা হয়। সর্বশেষ গত রবিবার কবির হোসেন ও শাহীন ব্যাপারীকে দেশে নিয়ে আসা হয়।

 এমএইচ/এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি