ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

সীতাকুন্ডে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

প্রকাশিত : ১৩:০২, ২১ মে ২০১৬ | আপডেট: ১৩:০২, ২১ মে ২০১৬

ঘুর্নিঝড় রোয়ানু কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সীতাকুন্ডে পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘুর্নিঝড়ের প্রভাবে চট্টগ্রাম জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ো হাওয়া সাথে সাথে সাগর উত্তাল রয়েছে। বন্দরে অবস্থানরত সকল পন্যবাহী জাহাজকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এরই প্রস্তুত রাখা হয়েছে ৪৭৯টি সাইক্লোন শ্লেটার, এবং ২৪৩টি মেডিক্যাল টীম। উপকুলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি