ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার

প্রকাশিত : ০৯:১৫, ২২ মে ২০১৬ | আপডেট: ০৯:১৫, ২২ মে ২০১৬

পঞ্চম দফায় ঠাকুরগাঁও সদরের ৯ ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার। গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী নির্বাচন করতে ভুল করবেন না তারা। ৫ম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় সরগরম হয়ে উঠছে ঠাকুরগাঁও সদরের ৯ ইউনিয়ন। পোস্টারে ছেয়ে গেছে গ্রামের প্রতিটি রাস্তা, পাড়া ও মহল্লা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। যোগ্যতা দেখেই প্রার্থী নির্বাচন করার কথা বলছেন ভোটাররা। এদিকে ভোটগ্রহণ সুষ্ঠু করতে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। ২৮শে মে’র  নির্বাচনে ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি