ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবন্ধ থাকার আহবান দুদক চেয়ারম্যানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৭ মার্চ ২০১৮

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবন্ধ থাকার আহবান জানিয়েছেন দুদক চেয়াম্যান ইকবাল মাহমুদ।  মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের ‘দুর্নীতি বিরোধী সপ্তাহ’ উপলক্ষে ঢাকার শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক, রচনা, পোস্টার ও কার্টুন আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, “দুর্নীতি দূর করা দুদকের একার পক্ষে সম্ভব নয়। সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গেলে সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষকে এক হয়ে এক সুরে কথা বলতে হবে- আমরা দুর্নীতির বিরুদ্ধে সবাই এক। এটি একটি যুদ্ধ। এই যুদ্ধে পরাজিত হওয়ার সুযোগ নেই।”

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়, রাজনীতিসহ সমাজ, পরিবেশ সবকিছুকে কলুষিত করে।

তিনি আরোও বলেন, দুর্নীতি আমাদের সব কিছুকে কলঙ্কিত করে দেয়। আমাদের এত কষ্ট ও ত্যাগের  অর্জন স্বাধীনতার গায়ে এ কলঙ্ক লাগবে তা হতে পারে না।”

দুর্নীতিবাজ কেউ অবৈধ অর্থ ভোগ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, “কমিশন থেকে বলে দিতে চাই, দুর্নীতিবাজ কেউ অবৈধ অর্থ শান্তিতে ভোগ করতে পারবে না। তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। ”

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি