ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

“নারীদের প্রতি বৈষম্য নির্মূল করতে মানসিকতার পরিবর্তন আবশ্যক”

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ২৭ মার্চ ২০১৮

নারীদের প্রতি বৈষম্য নির্মূল করতে সমাজের সর্বস্তরের মানুষের মানসিকতার পরিবর্তন আবশ্যক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) ভবনে আয়োজিত একটি সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের মূল প্রতিপাদ্য: সময় এখন নারীর: উন্নয়নে তারা; বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা।

এসময় তিনি আরও বলেন, নারীরা আজ সর্বস্তরে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারী বান্ধব সরকার উল্লেখ করে তিনি আরও বলেন নারীর অর্থনৈতিক উন্নয়ন কেবল নয় রাজনৈতিক উন্নয়নও হতে হবে তবেই নারীর ক্ষমতায়ন হবে।

পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতির বক্তব্যে বলেন,  এসডিজি বাস্তবায়নে এবং টেকসই উন্নয়ন অর্জনের জন্য নারীর সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়ন আবশ্যক। সুযোগের সমতা নিশ্চিত করে ও মানব মর্যাদায় প্রতিষ্ঠা করে নারীর চলার পথকে আরও সুসংহত করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান তার মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন। সামাজিক নিরাপত্তা বলয়ের পরিধি বাড়ানো হয়েছে এবং আরও পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে যেখানে নারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন সম্মানিত অতিথির বক্তব্যে নারী-পুরুষ সমতার মাধ্যমে সমাজ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সমাজে লিঙ্গ বৈষম্য দূর করে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করার প্রতি জোর দেন তিনি। 

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। তিনি নারীদের উন্নয়নের পথ সুমসৃণ করতে সরকার যেসকল উদ্যোগ নিয়েছে তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে পিকেএসএফ প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়নের জন্য যে উদ্যোগ নিয়েছে সে সম্পর্কে আলোকপাত করেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক ও নারী উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি-এর নির্বাহী পরিচালক বেগম রোকেয়াকে।

সেমিনারে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান “সময় এখন নারীর: উন্নয়নে তারা; বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা”-শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান ও সম্মানিত অতিথি হিসেবে থাকেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিজ্ঞপ্তি

টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি