ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

খুলনা ও গাজীপুর সিটিতে নির্বাচনী হাওয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৫, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৫৮, ২৮ মার্চ ২০১৮

পাঁচ সিটি করপোরেশনে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। জুলাইয়ের মধ্যেই এই পাঁচ সিটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

চলতি মাসের শেষের দিকে গাজীপুর ও খুলনায় তফসিল ঘোষণা হতে পারে। তাই এই দুই সিটিতে বইছে নির্বাচনী হাওয়া।

গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। মেয়াদ ফুরানো সিটি করপোরেশনগুলোতে জুলাইয়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা আগেই দিয়েছিল নির্বাচন কমিশন।

রোডম্যাপ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে।

২০১৩ এর জুনে শেষ নির্বাচন হয়েছিল খুলনা সিটিতে। আসন্ন ৫ম সিটি নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে খুলনার রাজনৈতিক অঙ্গন। মনোনয়ন দৌড়ে নামছেন রাজনৈতিক দলের নেতারা।

এদিকে অপেক্ষাকৃত নতুন সিটি গাজীপুরে মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে ৪ সেপ্টেম্বর। তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখকে ঘিরে সেখানেও বইছে নির্বাচনী হাওয়া।

কে হতে পারেন দ্বিতীয় নগরপিতা, এই নিয়েও চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা আর হিসেব-নিকেশ। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেন, দল যাকেই মনোনয়ন দিক গাজীপুর আওয়ামী লীগ তাকেই নৌকায় ভোট দিয়ে জয়ী করবে। দল ঐক্যবদ্ধ, নৌকার বিজয় সুনিশ্চিত। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়্যেদুল আলম বাবুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। দলীয় শীর্ষ নেত্রীকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাকে কি না সেটিই এখনও স্পষ্ট নয়। তাই এ বিষয়ে এখনই কোনো কিছু বলার নেই।

নির্বাচনী তফসিলের জন্য অপেক্ষা করছে বাকি সিটি কর্পোরেশগুলোও।

ভিডিও দেখতে ক্লিক করুন নিচের লিংক...

//এস এইচ এস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি