ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৩৮ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস : মিশ্র প্রতিক্রিয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৩৯, ২৮ মার্চ ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুর্নবিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে সমালোচনায় কান না দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে কমিশনকে সচেষ্ট হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে এরই মধ্যে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখন্ডতা ও জনসংখ্যার বিভাজনকে বিবেচনায় রেখে ৩৮টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাবসহ ৩শ’ আসনের সীমানার খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক নির্বাচনের আগে আইন অনুযায়ী সীমানা পুনর্নিধারণের কাজটি করে নির্বাচন কমিশন। যথাযথভাবে শুনানি গ্রহণ করে সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে কমিশনকে শক্ত অবস্থানে থাকার কথা বলেন তারা। আসন ঠিক রেখে জনসংখ্যা সমবন্টন করারও পরামর্শও দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কোন দলের সুবিধা দিতে নয়, বরং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সীমানা জটিলতা নিরসন জরুরী বলে জানান এক রাজনৈতিক বিশ্লেষক। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি