ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১১:০১, ২৮ মার্চ ২০১৮

বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ৩৫টি প্রকল্প উদ্বোধন ও ৩৩টির ভিত্তি স্থাপন করবেন তিনি। পরে বিকেলে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এদিকে, সফর ঘিরে এরিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
১৭ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবারের সফরে ১০টি কলেজের ৪ তলা ভবন, ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতসহ ৩৫টি প্রকল্পের উদ্বোধন করবেন শেখ তিনি। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং জেলায় বেশ কয়েকটি রেজিস্ট্রি অফিস নির্মাণসহ ৩৩টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
রাস্তাঘাটের সৌন্দর্য বর্ধনসহ ব্যানার, তোরণে সাজানো হয়েছে গোটা শহর। প্রধানমন্ত্রী জনসভা ঘিরে এরইমধ্যে পথসভা ও বর্ধিত সভা করেছেন দলের নেতাকর্মীরা।
জনসভায় প্রধানমন্ত্রী নির্বাচনী দিক নির্দেশনা দেবেন বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।
শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
ব্রিটিশ আমলের বিমানবন্দর চালু, কৃষি ভিত্তিক ইপিজেড ও বন্ধ হওয়া রেশম কারখানা পুনরায় চালুসহ বেশকিছু দাবি-দাওয়া রয়েছে ঠাকুরগাঁওবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি