ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাঁচ বছরেই ধনী রাষ্ট্র হবে বাংলাদেশ: শিল্পমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:২৪, ২৮ মার্চ ২০১৮

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর উন্নত ধনী রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সম্প্রীতির অটুট বন্ধনে অবিনাশী মার্চ’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে সতীর্থ- স্বজন নামক একটি সংগঠন।

শিল্পমন্ত্রী এ সময় বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো। কিন্তু তার পরে এতগুলো সরকার এলো গেলো, কেউ সমুদ্র সীমা বা ছিটমহল নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান করেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তা করেছেন। মহান মুক্তিযুদ্ধ সম্প্রীতির অটুট বন্ধন শিক্ষা দেয়, এমন কথা বলতে গিয়ে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন। ৭২- এর সংবিধানে `ধর্মনিরেপেক্ষতা` স্থাপন তার অন্যতম প্রমাণ।

তিনি আরো বলেন, `আওয়ামী মুসলিম লীগ` নামে মুসলিম শব্দটি রাখা হয়েছিল তখনকার প্রেক্ষাপট চিন্তা করে। শুরুতেই যদি আওয়ামী লীগ রাখা হতো তাহলে কমিউনিস্ট পার্টির মতো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হতো আওয়ামী লীগ।

আমীর হোসেন আমু এ সময় জামায়াত- বিএনপির ঐক্যকে ইঙ্গিত করে বলেন, আজ চিহ্নিত শত্রুর সঙ্গে অচিহ্নিত শত্রুরা যোগ দিয়েছে। দোষ ত্রুটি সবার থাকতে পারে। তাই বলে জাতীয় শত্রুর সঙ্গে হাত মেলাব তা তো হতে পারেনা। আমি ব্যক্তিগতভাবে কাউকে অপছন্দ করতে পারি। তাই বলে সমষ্টিগত ক্ষতি করতে পারি না। কিন্তু বিএনপির সব কাজ জাতীয় স্বার্থ বিরোধী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান। সঞ্চালনা করেন নাট্য ব্যক্তিত্ব পিযূষ বন্দোপাধ্যায়।

এএ/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি