ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নেত্রকোনার ৬ ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ দাখিল

প্রকাশিত : ১৫:৪০, ২২ মে ২০১৬ | আপডেট: ১৫:৪০, ২২ মে ২০১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরবর্তী আদেশের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এ অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা হলেন-  আব্দুল মজিদ, আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুর রহমান, আব্দুস সালাম  বেগ ও নুরউদ্দিন ওরফে রদ্দিন। এদেমধ্যে আব্দুর রহমান ছাড়া বাকিরা পলাতক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি