ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করেছে মিয়ানমার(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২৯ মার্চ ২০১৮

অবশেষে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে জড়াতে রাজি হয়েছে মিয়ানমার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএসসিআরকে যুক্ত করার ব্যাপারে বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করেছে মিয়ানমার। এছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামিক উন্নয়ন সংস্থা ওআইসি বাংলাদেশকে সব ধরণে সহায়তা দিবে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সংবাদ সম্মেলন। আসন্ন ওআইসি সম্মেলন নিয়ে ব্রিফিংয়েই উঠে আসে রোহিঙ্গা-মিয়ানমার ইস্যু।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রস্তাব মেনে নিয়েছে মিয়ানমার। প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে।

মন্ত্রী আরও জানান, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ দলও।

চলতি বছরের ৪ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে ওআইসি’র বিশেষ প্রতিনিধি দল। ৫ ও ৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে ওআইসি’র সম্মেলন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি