ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ ও ১০ হাজার টাকা দেয়ার ঘোষণাঃ মায়া

প্রকাশিত : ১১:৩৩, ২৩ মে ২০১৬ | আপডেট: ১১:৩৩, ২৩ মে ২০১৬

চট্টগ্রামে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বাঁশখালীতে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারকে ১০ হাজার করে টাকা দেয়ার কথা জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন মায়া। আজ সোমবার দুর্গত এলাকা বাঁশখালী পরিদর্শনকালে এ সহায়তা তুলে দেয়ার কথা রয়েছে। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা সভায় এসব কথা জানান মন্ত্রী। এছাড়া রোয়ানুর প্রভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্ব স্ব মন্ত্রণালয়কেও দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জেলা দূর্যোগ ব্যবস্থপনা কমিটির উদ্যোগে আয়োজিত  সভায় চট্টগ্রাম জেলা প্রশসাক মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি