ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম আর নেই

প্রকাশিত : ১৩:৫৮, ২৩ মে ২০১৬ | আপডেট: ১৪:১০, ২৩ মে ২০১৬

উপমহাদেশের প্রথম নারী সপ্তাহিক পত্রিকা ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিয়সী নারী নূরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন। শোকের ছায়া নেমেছে এসেছে সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতি অঙ্গনে। আজ সোমবার দু-দফা জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। নূরজাহান বেগম বার্ধক্যজনিত কারনে গেল ৫ মে হাসপাতালে ভর্তি হলেও পরে ধরা পরে শ্বাসকষ্টের জটিলতা। নেয়া হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। কিন্তু শেষ রক্ষা হলোনা প্রখ্যাত এই কলম সৈনিকের। শেষ নি:শ্বাস ত্যাগ করলেন বাঙ্গালী নারী জাগরনের অগ্রদূত নূরজাহান বেগম। রাজধানীর একটি হাসপাতালে স্বজন পরিবেষ্ঠিত অবস্থায় মারা যান বেগম পত্রিকার এই কর্ণধার। শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান চাঁদপুরের এই মহিয়সী নারী। ছোট মেয়ে রিনা ইয়াসমিন  জানান, শেষ কৃত্যে‘র কথা। নারিন্দায় পৈতৃক বাড়িতে প্রথম জানাজা ও গুলশান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে নূরজাহান বেগমকে দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বাবা নাসিরউদ্দিনের প্রতিষ্ঠিত পত্রিকা বেগমের সম্পাদনায় হাতে খড়ির পর অসংখ্য পুরস্কারে ভূসিত নূরজাহান বেগমের  শূন্যতায় পূরণ সম্ভব নয় বলে মন্তব্য তার স্বজন ও শূভাকঙ্খিদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি