ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আগামীকাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৩০, ৩১ মার্চ ২০১৮

আগামীকাল রবিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ২৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া, রোভার স্কাউটের সমাবেশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সভায় ভাষণ দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চাঁদপুর। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

দীর্ঘ ৯ বছর পর রোববার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী নিবাসসহ ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং আরো ২৫ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া, হাইমচর উপজেলায় স্কাউট সমাবেশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জেলা সদর স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যানার, তোরণে সাজানো হয়েছে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা। দলীয় সভাপতির জনসভা ঘিরে এরইমধ্যে পথসভা ও বর্ধিত সভা করেছেন নেতাকর্মীরা।

জনসভায় শেখ হাসিনা নির্বাচনী দিক নির্দেশনা দেবেন বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলায় গোয়েন্দা নজরদারিসহ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাঁদপুরবাসীর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি