ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ঢাকায় পানি সরবরাহে ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ১৫:২৫, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৫:২৫, ২৪ মে ২০১৬

ঢাকায় পানি সরবরাহে ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তিবাসীসহ সব নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা হবে। এছাড়াও ঢাকা শহরের রাস্তা না কেটেই উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ ব্যবহার করা হবে।  সকালে নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন  দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি