ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে এগিয়ে আসার আহ্বান(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১ এপ্রিল ২০১৮

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে স্কাউট সদস্যসহ সমাজের সব শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কমডেকা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হওয়ারও আহ্বান জানান তিনি। চাঁদপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটের ৬ষ্ঠ জাতীয় কমডেকা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছয় দিনব্যাপী কমডেকার পতাকা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এরপর পতাকা অভিবাদন ও সঙ্গীত পরিবেশন করে স্কাউটরা।
প্রধানমন্ত্রী তার ভাষণে প্রাকৃতিক দুর্যোগের সময় স্কাউট সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় স্কাউট সদস্যদের একযোগে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ’সময় চাঁদপুরের হাইমচরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন বঙ্গবন্ধু কন্যা।
পরে বাংলাদেশ স্কাউটের ছয় দিনব্যাপী কমডেকা’র উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
স্মারক ডাকটিকিট অবমুক্তের পর স্কাউটদের বর্ণিল ডিসপ্লে উপভোগ করেন শেখ হাসিনা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি