ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

প্রাইমারী স্কুলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম বেতন স্কেল পুন: নির্ধারনের দাবী

প্রকাশিত : ১৭:২০, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৭:২০, ২৪ মে ২০১৬

প্রাইমারী স্কুলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম বেতন স্কেল পুন: নির্ধারনের দাবী জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটা করা না হলে শিক্ষকদের মধ্যে থাকা বৈষম্য দূর করা সম্ভব হবে না। এদিকে, কলেজ পর্যায়ে উৎপাদন ব্যবস্থাপনা, বিপনন, ফিন্যান্স ও বীমা বিষয়ে এমপিও বঞ্চিত ৩ শ শিক্ষক মানব বন্ধন করে এমপিও ভূক্তির আবেদন জানিয়েছে। সেসময় তারা বক্তব্যে বলেন, গেজেট মত সব নিয়োগ প্রক্রিয়া শেষ করা হলেও অজ্ঞাত কারণে, প্রতিমাসে বেতনের সরকারী অংশ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি