ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দুদকের সেমিনারে বক্তারা

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১ এপ্রিল ২০১৮

`বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি` প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের শেষ দিনে দুদক সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। `জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থাপনা: দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক` শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। এতে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার এ জেড এম শফিকুল  আলম। স্বাগত বক্তব্য দেন দুদক সচিব ড. শামসুল আরেফীন। বিএফইউজে সভাপতি ও একুশে টিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ঢাকা - ১০ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ এমপি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক জেরিনা রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, বিসিসিআই’র পরিচালক সেলিম আকতার খান, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীরুল ইসলাম, কৃষ্ণচন্দ্র জিএজেড, আলী রেজা জিএজেড, সাপ্তাহিক অর্থনীতির সম্পাদক জাহিদ হোসেন ফারুক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, টিআইবি`র প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ আবুল কাশেম মজুমদার, ৭১ টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর ইব্রাহিম খালেদ, তরুণ আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, ফিরোজ আহমেদ, উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ- এর সিইও মো. কামরুজ্জামান, প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
দুদকের পক্ষে বক্তব্য রাখেন দুদক কমিশনার ( তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম ও দুদক কমিশনার ( অনুসন্ধান) মো. নাসিরুদ্দীন।
প্রধান অতিথির বক্তৃতায় জামিলুর রেজা চৌধুরী তার বক্তব্যে আমলাতান্ত্রিক জটিলতাকে দুর্নীতির কারণ বলে অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের লোকের মন্ত্রী পর্যায়ের লোকদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এসময় তিনি আধুনিক প্রযুক্তিকে ধন্যবাদ দিয়ে বলেন, দেশে দুর্নীতি যদি কমে থাকে তাহলে সেই কৃতিত্ব প্রযুক্তির। দুর্নীতি প্রতিরোধে প্রযুক্তি নানাভাবে ভূমিকা রাখতে পারে।
সাবেক মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী বলেন,আমাদের প্রাণভ্রমরা রাজনীতি। দুর্নীতি রোধ করতে হলে রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের মাধ্যমে অনেকে ক্ষমতায় গিয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায়। এ সময় তিনি যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমের মতো দুর্নীতিবাজদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেন।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতিতে লুটপাট থাকলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব না। রাজনীতির ভেতরে এখন পলিটিকস ঢুকে গেছে। মুজাহিদুল ইসলাম সেলিম এ সময় জাতীয় নির্বাচনে প্রধান দু`দলের মনোনয়ন বাণিজ্যের প্রতিও ইঙ্গিত করেন।
সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীরুল ইসলাম বলেন, যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছে তাদেরকে জনগণের মুখোমুখি করা উচিত। তিনি এ সময় বলেন, রাজনীতির যে মান তা যদি উন্নতি না করে তাহলে দূষণ দুর্নীতির দূষণ রোধ করা যাবেনা।
টিআইবি`র প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি রোধ করতে হলে চারটি জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। সেগুলো হলো প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা সৃষ্টি করতে হবে, রাজনীতিবিদদের স্বদিচ্ছা থাকতে হবে, দুর্নীতি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠাণগুলোকে কার্যকরী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে এবং সুশাসনের চাহিদা সৃষ্টি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. ইব্রাহিম খালেদ বলেন, ভালো সিস্টেমের পেছনে খারাপ মানুষ থাকলে ভালো সিস্টেমটি খারাপ হয়ে যায়। পক্ষান্তরে খারাপ সিস্টেমের পেছনে ভালো মানুষ থাকলে সিস্টেমটি ভালো হয়ে যায়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ দুদক প্রধান কার্যালয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্বোধন করা দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের আজ ছিল শেষ দিন।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি