ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মেঘনার অব্যাহত ভাঙনে দিশেহারা ভোলার ইলিশা এলাকার মানুষ

প্রকাশিত : ১১:১০, ২৫ মে ২০১৬ | আপডেট: ১১:১০, ২৫ মে ২০১৬

মেঘনার অব্যাহত ভাঙনে দিশেহারা ভোলার ইলিশা এলাকার মানুষ। বর্ষা শুরু না হতেই রাজাপুর ইলিশা জংসনবাজার এলাকায় নদীতে বিলীন হয়ে গেছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষি জমি। হুমকির মুখে আছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও স্থাপনা। ভাঙন ঠেকাতে ১৫ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার এলাকায় জিও ব্যাগভর্তি বালির বস্তা ফেলানোর কাজও চলছে ধীরগতিতে। এতে ক্ষুব্ধ ও হতাশ চরের বাসিন্দারা। বর্ষা শুরুর আগেই রাক্ষুসী রূপ নিয়েছে মেঘনা। গ্রাস করেছে অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষি জমি। বার বার বাড়িঘর সরিয়ে দিশেহারা এখানকার বাসিন্দারা। ভাঙনের মুখে ইলিশা জংসন বাজারের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, মসজিদ, মাছের ঘাটসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন রোধে দুটি স্পটে বালির বস্তা ফেলার কাজ শুরুহলেও কাজের ধীরগতির কারণে ক্ষুব্ধ এলাকাবাসী। কাজে গতি কম থাকার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, সাড়ে ৩ কিলোমিটার এলাকায় সিসি ব্লক স্থাপনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি