ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী আজ

প্রকাশিত : ১১:৩৬, ২৫ মে ২০১৬ | আপডেট: ১১:৩৬, ২৫ মে ২০১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী আজ। জাতীয় জীবন, মানবতা আর অসাম্প্রদায়িকতার সংগ্রামে ধুমকেতুর মতো গড়েন বিদ্রোহের দূর্গ। মত ও পথের ভিন্নতা নিয়ে বিতর্কের উর্ধ্বে থেকে নজরুল যেমন আজন্ম যুদ্ধ করেন মুক্তির, তেমনি প্রৃকতি, সুফিবাদ আর প্রেমের মহিমায় নিজেকে প্রমাণ করেন কালের বহুমাত্রিক ধারায়। ১৮৯৯ সালের ২৫ মে। দারিদ্রতা, সামাজিক অনাচার আর ব্রিটিশ রাজের শাসন-শোষণের বিরুদ্ধে যেনো বিদ্রোহ করতেই জন্মেছিলেন দ্রোহের কবি নজরুল। মুয়াজ্জিন কিংবা লেটো দলের গাতক, ভরা তারুণ্যে সৈনিক নজরুল দারিদ্রতাকে অতিক্রম করেছেন জীবনের মুখোশ ভেঙে-চুরে। বঞ্চিতদের জন্য অগ্নিবীণা বাজিয়ে গেয়েছেন মানবতার গান। যেন সেই দারিদ্রতা, সেই সংগ্রাম নিজের জন্য নয়, সবটুকু তার- পথহারা শোষিত মানুষের তরে। নজরুলের সাহিত্য-ভাবনা গন্ডি ডিঙায় লাঞ্ছিত-নিরন্ন মানুষের স্বপক্ষে, সৃষ্টি করে প্রতিবাদের সুর। তার সাহিত্যশৈলীর বিশ্বজনীন আবেদনে লেবার স্বরাজ পার্টির মুখপত্র লাঙল, সান্ধ্য দৈনিক নবযুগ আর ধুমকেতু প্রতিবাদের প্রতিচ্ছবি হয়ে ওঠে। জমিতে চাষীর স্বত্ব নেই, শ্রমিকের ঘাম শুকায় বিনে মজুরীতে, গারদের শিক ভিজে যায় রাজবন্দীর চোখের জলে; ব্রিটিশ রাজের শৃংখল ভাঙতে নজরুল স্বাধীনতার জন্যই করেন বিদ্রোহ। পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে দ্রোহের গান গেয়েছেন নজরুল, বাজিয়েছেন প্রেমিকের বাঁশিও। ওমর খৈয়ামের রুবাই’র সুরা পান করে নিজেকে করেছেন অগ্নিবীণা। খদ্দর ও খাদি ভেঙে দুই হাত এক করেন হিন্দু মুসলিমের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি