ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএবি নেতাদের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:১৭, ৩ এপ্রিল ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)-এর নেতারা।

মঙ্গলবার বিকেলে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিএবি নেতৃবৃন্দ ও তাদের সহধর্মিনীরা গণভবনের সবুজ চত্বরে এই অনুষ্ঠানে যোগ দেন। 

বিএবি ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রী বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছে বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

 

চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান ও নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় এক্সিম ব্যাংকের শিল্পীরা বর্তমান সরকারের সাফল্য গাঁথা জারি গান পরিবেশন করে। 

অনুষ্ঠানে মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি