সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অভিযোগ নাকচ
প্রকাশিত : ২০:০৭, ২৫ মে ২০১৬ | আপডেট: ২০:০৭, ২৫ মে ২০১৬
সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের আনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়েছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মাহমুদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, ওই আদালতের প্রসিকিউটর ফাতোউ বেনসউদা চিঠির মাধ্যমে জানিয়েছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
হত্যা-গুপ্ত হত্যার কথা উল্লেখ করে ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যশনাল ক্রিমিনাল কোর্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করে আসছিলো বিএনপি-জামায়াত। তবে, অভিযোগের সত্যতা পায়নি তারা। চিঠি দিয়ে ওই আদালতের প্রসিকিউটর পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ’কথা জানিয়েছেন।
এ’ধরণের অভিযোগকে দেশের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, এই ঘটনা প্রমাণ করে, বিএনপি-জামায়াত ও তাদের সহযোগিরা এখনো বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন