প্রবৃদ্ধির উচ্চ হারের পাশাপাশি বাজেটের গুণগত মান বাড়ানোর আহবান সিপিডির
প্রকাশিত : ২০:০৩, ২৫ মে ২০১৬ | আপডেট: ২০:০৩, ২৫ মে ২০১৬
প্রবৃদ্ধির উচ্চ হারের পাশাপাশি আগামী বাজেটের গুণগত মান বাড়ানোর আহবান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। বুধবার সকালে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানায় এই গবেষণা প্রতিষ্ঠান। সিপিডি’র মতে কর্মসংস্থান, ব্যক্তি ও শিল্পখাতে বিনিয়োগ, সম্পদ আহরণ এবং উৎপাদনশীলতাও বাড়াতে হবে।
গত এক দশক ধরে মোট জাতীয় উৎপাদনে প্রবৃদ্ধির হার ছয় শতাংশের বেশি ধরে রেখেছে বাংলাদেশ। তবে, বছরে ২০ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান হয় তার অর্ধেকেরও কম। ব্যক্তি খাতে বিনিয়োগ আটকে আছে জিডিপির ২৮ থেকে ২৯ শতাংশের মধ্যে। এছাড়া, আনুপাতিক হারে বাড়ছে না কর আদায়। সিপিডির মতে, টেকসই প্রবৃদ্ধির জন্য এখন এই বিষয়গুলোর দিকে নজর দেয়া প্রয়োজন।
সিপিডি বলছে, আগামী বাজেটে কৃষি খাতে বড় বিনিয়োগ প্রয়োজন। একইসাথে ব্যয় বাড়াতে হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে।
প্রত্যাশিত বিনিয়োগ না হওয়ায় টাকা বাইরে পাচার হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে সিপিডির প্রতিবেদনে।
আরও পড়ুন