ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

‘ভুল আইনে’ বিচার করায় রাষ্ট্রপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টর নির্দেশ

প্রকাশিত : ২০:০৬, ২৫ মে ২০১৬ | আপডেট: ২০:০৬, ২৫ মে ২০১৬

পনের বছর আগে ‘ভুল আইনে’ বিচার করায় ভোলার আব্দুল জলিলকে ১৪ বছরের বিনিময়ে রাষ্ট্রপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট। সেইসঙ্গে জলিলের দন্ডাদেশ বাতিল করে অন্য কোনো মামলায় গ্রেফতার না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে হাই কোর্টের রায়ে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জলিলের করা জেল আপিল নিষ্পত্তি করে গত বছরের ১৫ ডিসেম্বর বিচারপতি এ এফ এম আবদুর রহমানের একক বেঞ্চ এই রায় দেয়। ২০০১ সালের এক ধর্ষণের ঘটনায় আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে বিচারিক আদালত। সে সময় তার বয়স ১৫ বছর হলেও ওই মামলার বিচার চলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ওই আইনে অপ্রাপ্তবয়স্ক জলিলের বিচার চালানো ‘ভুল ছিল’ জানিয়েই তাকে ক্ষতিপূরণ দিতে বলেছে হাই কোর্ট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি