ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে বৈধতা দেয়ার ঘোষণা
প্রকাশিত : ১১:৩১, ২৬ মে ২০১৬ | আপডেট: ১১:৩১, ২৬ মে ২০১৬
এবার ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে বৈধতা দেয়ার ঘোষণা দিল কিউবার কমিউনিস্ট সরকার। ২০০৮ সালে ক্ষমতাগ্রহণের পর দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে বিভিন্নভাবে চাঙ্গা করার চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। যদিও এ ব্যাপারে দলের নেতাদের চাপের মধ্যে রয়েছেন তিনি। গেল বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বিদেশী বিনিয়োগের উপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাউল ক্যাস্ট্রো ।
কয়েক যুগের কমিউনিস্ট শাসনের ফলে অনেকটাই কোনঠাসা ছিল কিউবা। এখন সমাজতন্ত্র বজায় রেখেই অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করছে দেশটি। দীর্ঘ দিনের শত্র“ প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগযোগ স্থাপিত হয়েছে। এরই মধ্যে সফর করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গেল মাসে কামিউনিস্ট পার্টি কংগ্রেসে দেশের অর্থনীতি নিয়ে নতুন রুপরেখা প্রনয়ণ করা হয়। মঙ্গলবার এসংক্রান্ত ৩২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতদিন ব্যক্তি উদ্যোগে ব্যবসায়ে আগ্রহীদের ক্ষেত্রে কেবল নিজেদের শ্রম দেয়ার নিয়ম থাকায় অনিয়মের অভিযোগ ছিল বিস্তর। নতুন নিয়মে সে বাধা আর থাকছেনা। আর তাই বেশ উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
কর্তৃপক্ষ বলছে দীর্ঘ দিন মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। এ ঘোষণার ফলে অর্থনীতিতে সবার অংশগ্রহণ আরো বাড়বে বলে মনে করেন এই সরকারী কর্মকর্তা।
তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার আকার ঠিক কেমন হবে এ ব্যাপারে বিস্তারিত কিছু না বলা হলেও এর মাধ্যমে ব্যবসা বানিজ্যে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার অবসান হবে বলে মনে করছে কিউবানরা।
আরও পড়ুন