ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সচিব হিসেবে পদোন্নতি পেল ৬ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৪ এপ্রিল ২০১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছয়জন কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এর আগে তারা ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী ওএসডি করে। এরপর আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়।

ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তার এবং  দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. শামসুল আরেফিনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সালাম, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিসুর রহমান এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

এমএইচ/টিকে 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি