সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরির জন্য সুইফটের কোড ব্যবহার হয়েছিলো
প্রকাশিত : ১১:৩৫, ২৬ মে ২০১৬ | আপডেট: ১২:০৫, ২৬ মে ২০১৬
২০১৩ সালে সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরির জন্য বিশ্বব্যাপী ব্যাংকগুলো নিরাপত্তা নিশ্চিতকারী সংস্থা সুইফটের কোড ব্যবহার করা হয়েছিলো।
সোনালী ব্যাংকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরিতেও সুইফটের প্লাটফর্ম ব্যবহারের অভিযোগ রয়েছে। বাংলাদেশ পুলিশ এই দুই অর্থপাচারের ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা খুজে বের করছে। সোনালী ব্যাংকের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সুইফটের কোড ব্যবহার করে সোনালী ব্যাংকে ভুয়া বার্তা পাঠিয়ে অর্থগুলো তুলে নেয়া হ্যাকাররা। পরে ওই অর্থ তুরস্কে পাচার হয়ে যায়। এখন পর্যন্ত এ অর্থ উদ্ধার সম্ভব হয়নি।
আরও পড়ুন