ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আজ ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হবে

প্রকাশিত : ১১:৫১, ২৬ মে ২০১৬ | আপডেট: ১১:৫১, ২৬ মে ২০১৬

রাত পোহালেই শেষ হবে, পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। ২৮ মে ভোটগ্রহণ, আর তাই শেষ মুহুর্তের গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। এদিকে সহিংসতা নয়, নির্বাচনে উৎসব মুখর পরিবেশ প্রত্যাশা করছে ভোটাররা। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আসন্ন পঞ্চম দফায় বগুড়ার আদমদিঘী উপজেলায় ৬টি ইউনিয়নে ২৮ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠে আওয়ামীলীগ-বিএনপি মূল প্রতিদ্বন্দ্বি হলেও প্রচারনায় পিছিয়ে নেই অন্যান্য প্রার্থীরাও। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও নির্বাচনী কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। জামালপুরে যমুনার ভাঙ্গনের উপজেলা দেওয়ানগঞ্জের ৭টি এবং সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলসহ ৭টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চলছে ব্যাপকভাবে। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ প্রার্থী। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যদিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে শেষ মুহৃর্তের গনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শংকায় আছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিএনপি প্রার্থীরা। আর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। ৫ম দফায় নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ার ৮ টি ইউনিয়নে জমে ওঠেছে নির্বাচনী প্রচারণা। প্রধান দুটি দলের সাথে ইউনিয়নগুলোতে সমানতালে প্রচারণা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাও। এদিকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলা প্রার্থীরা। আর নির্বাচনী আচরনবিধি ভঙ্গের মধ্যদিয়ে চলছে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ভোটের প্রচার প্রচারণা। তবে সব কিছু ছাপিয়ে উৎসবমুখর,  সহিংসতামুক্ত নির্বাচন চাইছে ভোটাররা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি