ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

জি-৭ সামিটের আউটরিচ বৈঠকে যোগ দিবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:০৩, ২৬ মে ২০১৬ | আপডেট: ১৬:০৬, ২৬ মে ২০১৬

জাপানের ইসে-সিমায় অনুষ্ঠিতব্য জি-৭ সামিটের আউটরিচ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই শক্তিশালী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর ও সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবে’র বাংলাদেশ সফর দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করেছে। এবার সেই সম্পর্ককে আরো অনন্য উচ্চতায় নিয়ে গেল জি-৭ সামিটের আউটরিচ বৈঠকে শেখ হাসিনাকে যোগদানের আমন্ত্রণ। জাপানের উপদ্বীপ ইসে-শিমায় ২৬-২৭ মে বিশ্বের প্রধান শক্তিশালী ৭টি দেশ যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের সরকার কিংবা রাষ্ট্র প্রধানদের সাথে অংশ নেবেন শেখ হাসিনাও। আলোচনা করবেন স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে। এই শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে, বিশ্বের সকল শীর্ষ নেতার পাশাপাশি শেখ হাসিনার নিবন্ধ স্থানও পেয়েছে। তার লেখা ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্বের অন্বেষণে’ শীর্ষক বিশেষ নিবন্ধে উঠে এসেছে, ভবিষ্যৎ বিশ্বকে কেমন দেখতে চান বিশ্ব নেতারা, তাদের উন্নয়ন ভাবনা ও দর্শন। আর এরমধ্য দিয়ে শেখ হাসিনা নেতৃত্বের পাশাপাশি উন্নয়ন ভাবনা ও আদর্শেও উঠে এলেন বিশ্ব নেতাদের সমান উচ্চতায়। এই সফরে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এছাড়া, ২৮মে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত নিজস্ব চ্যান্সারী ভবন উদ্বোধন এবং ২৯ মে দু’দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভায় যোগদান শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি