গাজীপুরে যোগ্য প্রার্থী চান ভোটাররা (ভিডিও)
প্রকাশিত : ১১:৫১, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:৩০, ৫ এপ্রিল ২০১৮
তফসিল ঘোষণার পর গাজীপুরের সবখানে এখন নির্বাচনী আমেজ। শেষ সময়ে পাওয়া-না পাওয়ার হিসেব কষছেন ভোটাররা। গেলো মেয়াদে অপ্রাপ্তির ঝুলিটা ভারী হলেও এবার যোগ্য প্রার্থীই প্রত্যাশা তাদের।
গাজীপুরকে মেগাসিটিতে রূপান্তরের পাশাপাশি শিল্প ও শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন চান নগরবাসী। এছাড়াও যানজট নিরসন ও মাদক মুক্ত নগরীর প্রত্যাশা ভোটারদের।
আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ১৬১ জন। ২০১৩ সালের ১৬ই জানুয়ারি প্রতিষ্ঠার পর এবার দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন।
আগামী ১৫ই মে ভোট। ৩১ শে মার্চ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকেই নগরজুড়ে এখন নির্বাচনের আমেজ। মাঠে নেমে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। উৎসাহের কমতি নেই ভোটারদের মাঝে।
ভোটারদের অনেকেই হিসেব কষছেন পাওয়া - না পাওয়ার। গেলো মেয়াদের অপ্রাপ্তির ক্ষোভের সঙ্গে নতুন প্রার্থীর কাছে আছে উন্নয়নের প্রত্যাশা।
নগরীকে মেগাসিটিতে রূপান্তর, মাদকমুক্ত সমাজ, শিক্ষার মানোন্নয়ন, শিল্পকারখানার কর্মপরিবেশ, শ্রমিকদের জন্য আবাসন, যানজট নিরসন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ চান ভোটাররা।
উন্নয়নের দ্বার উন্মোচনে এই নির্বাচনকে মাইল ফলক হিসেবে দেখছেন নগরবাসী।
আরও পড়ুন