ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি আবদুল হামিদের শপথ ১৫ এপ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৫১, ৫ এপ্রিল ২০১৮

দেশের একুশতম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ শপথ নেবেন আগামী ১৫ এপ্রিল। এদিন তিনি দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীর শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন। বাংলাদেশে আবদুল হামিদই একমাত্র ব্যাক্তি যিনি টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। তবে টানা দ্বিতীয় মেয়াদে কেবল আবদুল হামিদই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।
গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এ নির্বাচনের নির্বাচনী কর্তার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ। সেই মেয়াদ শেষ হওয়ায় ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ৫ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের দিন একমাত্র আবদুল হামিদের মনোনয়নপত্রই জমা পড়ে। তাই তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি