ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে সন্ত্রাসবিরোধী মহড়া

প্রকাশিত : ১৭:৪৭, ২৬ মে ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২৬ মে ২০১৬

রিও অলিম্পিক গেমস সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে মহড়া করেছে ফরাসি সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ দল। রিও ডি জেনেরিও শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয় এই মহড়া। রিও পুলিশও ফরাসি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সম্ভাব্য যে কোন হামলা মোকাবেলায় এই ধরনের মহড়ার আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর তারই আগাম প্রস্তুতি নিচ্ছেন তারা। অলিম্পিক চলাকালে খেলোয়াড়, কর্মকর্তা ও পর্যটকদের নিরাপত্তা দিতে বিশেষ বাহিনীকে সব সময় প্রস্তুত রাখবেন আয়োজকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি