ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

শ্যামল কান্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি, প্রতিবেদন আদালতে উঠবে ২৯মে

প্রকাশিত : ২০:০২, ২৬ মে ২০১৬ | আপডেট: ২০:০২, ২৬ মে ২০১৬

শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা মেলেনি। আদালতকে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জানিয়েছে, তার কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র আদায় করে তাতে সই নিয়েছিল পরিচালনা পর্ষদ। চার দফা সুপারিশসহ কমিটির ঐ প্রতিবেদন ২৯মে আদালতে উঠবে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে স্কুলপ্রাঙ্গনে শিক্ষক শ্যামল কান্তিকে মারধর করে কয়েকজন। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। দেশজুড়ে ঐ ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই ওই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। ঐ ঘটনায় কেন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। পাশাপাশি কি পদক্ষেপ নেয়া হয়েছে, তাও জানতে চায় আদালত। এরই প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৪ দফা সুপারিশসহ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। এর আগে এই কমিটির তদন্তের ভিত্তিতেই শ্যামল কান্তিকে স্বপদে পুনর্বহালের পাশাপাশি ওই স্কুলের পরিচালন পর্ষদ বাতিলের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এদিকে দুপুরে সচিবালয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন জমা দেয়ার বিষয়ে জানান শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রুহি রহমান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি