সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দাবি
প্রকাশিত : ১৯:৪৯, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৪১, ৮ এপ্রিল ২০১৮
সরকারের বিভিন্ন দপ্তর-অধিদপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা ২য় শ্রেনীতে (১০ম গ্রেডে) উন্নীতকরণের দাবি জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। আজ রোববার ইনস্টটিউিট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদশে (আইডএিসইব) এর উদ্যোগে জাতীয় প্রাসক্লাবরে সামনে আয়োজিত এক মানববন্ধন ও মিডিয়া ব্রিফিংয়ে ছয় দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)সহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থায় নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত বিভিন্ন টেকনোলজীসহ (সিভিল,ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল,কম্পিউটার ইত্যাদি) অন্যান্য সকল ডিপ্লোমাধারীদেরকে ১০ম গ্রেডে বেতন স্কেল ও পদমর্যাদা প্রদান করলেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের ১০ম গ্রেড প্রদান করা হয়নি। অথচ তাদেরও ১০ম গ্রেড প্রাপ্তদের মতো ৪(চার) বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সুপারিশের আলোকে বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মরত ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজী পাশকৃতদের ২য় শ্রেনীর পদমর্যাদা (১০ম গ্রেডে) দিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়। তবে অর্থ মন্ত্রণালয় সেই সুপারিশ বাস্তবায়ন করেনি। তাই সুপারিশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
১০ম গ্রেডে উন্নীতকরণ ছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ারদেরকে দপ্তরভেদে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার-সহকারী জরিপ অফিসার-উপসহকারী প্রকৌশলী পদে দ্রুত পদায়নের জোর দাবি জানান তারা। তাদের অন্য দাবিগুলো হলো- সরকারের সকল দপ্তরে সার্ভেয়ার-সমমানের শূন্যপদে এবং উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার-সহকারী জরিপ অফিসার শূন্যপদে সরাসরি নিয়োগে শতভাগ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দিতে হবে; সরকারের সকল দপ্তরে সার্ভেয়ার এবং সমমানের পদের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) করতে হবে; এবং সার্ভেয়ার/ সমমানের পদ সমূহকে পদবী পরিবর্তন করে উপ-সহকারী প্রকৌশলী (সার্ভে) করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি
এমজে
আরও পড়ুন