ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের কয়েকটি নির্বচনী কেন্দ্রে বিছিন্ন সংঘাতের ঘটনা ঘটেছে

প্রকাশিত : ১৩:১০, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৩:১০, ২৮ মে ২০১৬

চট্টগ্রামের চারটি উপজেলার ৪৭টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে বোয়ালখালী উপজেলার কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘাতের খবর পাওয়া গেছে। ভোট গ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে আকস্মিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া একই উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। তবে, পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় ভোটে কোন প্রভাব পড়েনি। এসব জায়গায় আইন শৃঙ্খলবাহিনীর টহল জোরদার করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২১ ইউনিয়ন, বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার ১২ ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি