ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ভিসির বাসায় হামলার ঘটনায় সংসদে নিন্দা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ৯ এপ্রিল ২০১৮

রোববার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসায় হামলার ঘটনায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে। সোমবার জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় এই নিন্দা জানানো হয়।

আলোচনায় সংসদ সদস্যরা বলেন, যারা মুখোশ পরে এই ধরনের আক্রমণ করেছে তারা কাপুরুষ। মৃত্যুর মিথ্যা স্ট্যাটাস যারা দিয়েছেন তারা তো জামায়াত-শিবিরের এজেন্ট।

প্রথমেই আলোচনার সূত্রপাত করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। একপর্যায়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় কঠিন আন্দোলন করেছি। তখন চ্যান্সেলর ছিলেন মোনায়েম খান। তিনি কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারেননি। কিন্তু এখন প্রশ্ন আন্দোলন-সংগ্রাম তো আমরা করেছি। কিন্তু মুখোশ পরতে হবে কেন। কেন গভীর রাতে আন্দোলনের নামে ভিসির বাড়ির ঘর ভাঙচুর করতে হবে। কেন মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে। সাহস থাকলে মুখটা দেখা, লজ্জা করে না। ইতর হওয়ার একটা সীমা আছে।’

গণজাগরণমঞ্চের আহ্ববায়ক ড. ইমরান এইচ চৌধুরীর নাম উল্লেখ না করে মতিয়া চৌধুরী বলেন, ‘ফেসবুক ব্যবহার করে যে মারা যায়নি তাকে মেরে ফেলবেন। আমি আবারও বলতে চাই, মুখোশ পড়ে হামলা কেন?, কাপুরুষ, মুখ দেখানোর সাহস থাকে না। আবার তারা আসে কোটা আদায়ের জন্য উপাচার্যের বাড়ি ভাঙচুর করতে। পারলে সামনে আয়, দেখি কত শক্তি।’

তিনি বলেন, আসল সমস্যা মুক্তিযোদ্ধা কোটায়। পৃথিবীর দেশে দেশে মুক্তিযুদ্ধে, দেশের সার্ভবৌমত্বের কারণে যারা জীবন বাজি রাখে তাদের জন্য সুযোগ আছে, সুযোগ দেয়া হয়। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাদের সন্তানরা সুযোগ পাবে না, তাদের বাদ রেখে রাজাকারের বাচ্চাদের সুযোগ দিতে হবে? তারা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য রাজধানীকেন্দ্রিক একটি এলিট শ্রেণি তৈরি করার একটা সুপরিকল্পিত চক্রান্ত, তারই মহড়া কাল রাতে দেখলাম।

তিনি বলেন, পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি, এই রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেব। আর ছাত্রদের প্রতি আমাদের কোনো রাগ নেই। কিন্তু স্টেটাস যারা দিয়েছে, তারা তো ছাত্র না, তারা তো জামায়াত শিবিরের এজেন্ট। এদের প্রতি সামান্যতম শৈথিল্য দেশবাসী আর দেখতে চায় না। হয় ওরা থাকবে নয় আমরা থাকব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব এদের প্রতি কোনো শৈথিল্য নয়, উপযুক্ত ব্যবস্থা নিন, যুদ্ধ ঘোষণা করুন, হয় এরা থাকবে নয় আমরা থাকব, এই হোক আজকের প্রতিজ্ঞা।’

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আমরা ছোটবেলায় আদর্শলিপিতে পড়েছিলাম শিক্ষককে মান্য করিবে, সদা সত্য কথা বলিবে। লোভে পাপ পাপে মৃত্যু। এখন কেন যে মনে হচ্ছে আদর্শলিপির এই সুবচনগুলো এখন অনেকটায় নির্বাসনে গেছে।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিটিভিতে সাক্ষাৎকার দিতে দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি তো শিক্ষক। আমার মানবতার একটা স্তর আছে। আমি যখন নিচে দেখলাম অনেকগুলো ছেলে মুখোশপড়া। তাদের বললাম তোমরা দাঁড়াও আমি আসছি। তার যে উদারতার সেই উদারতা তারা ধারণ করতে পারেনি। তারা দুতলায় গিয়ে সমস্ত বাড়ি তছনছ করল। সেই দৃশ্যগুলো আমি নিজে ভিডিও ফুটেছে দেখেছি।’

তিনি গণজাগরণমঞ্চের আহ্ববায়ক ড. ইমরান এইচ সরকারের নাম না নিয়ে বলেন, হঠাৎ করে একজনের পোস্ট দেয়া হলো। তিনি লিখেছেন আন্দোলনরত আহত একজন মারা গেছেন। পরে সেই কথিত ব্যক্তি এ বি সিদ্দিক নিজেই স্টেটাস দিলেন তিনি মারা যাননি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, কোটাব্যবস্থা সংস্কার নিয়ে যে আন্দোলন হচ্ছে তা আমাদের নাড়া দিয়েছে। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ কোটা রেখেছিলেন। এখন কোটা বাড়তে বাড়তে ৫৬ শতাংশ হয়েছে। এটার বিষয়ে ব্যবস্থা নেয়া দরকার। আমাদের ছেলেমেয়েদের মৌলিক অধিকার আছে দাবি জানানোর। কিস্তু তারা এটা করতে গিয়ে যে ভুল বা ইচ্ছাকৃতভাবে কোনো অপশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তা স্মরণকালে বাংলাদেশের ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনদিন ঘটে নাই। ভিসির বাসায় একতলা দুইতলা সব কিছু ভেঙে টুকরা টুকরা করে দেয়া হয়েছে। তাদের জীবনটা কোনোভাবে বেঁচে আছে। আমার ছোট ভাইয়ার বাসা সেটা। আমরা সারারাত জেগে ছিলাম। তারা আমাকে বলেছে দোয়া করবেন আমরা যেন বেঁচে থাকি। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি