ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ার হোমিও চিকিৎসক হত্যার কারন ও খুনি সনাক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭:২৩, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৭:২৩, ২৮ মে ২০১৬

কুষ্টিয়ার হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যার কারণ ও খুনি সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আইএস-এর দায় স্বীকার করা অন্য হত্যাকান্ডের সাথে জড়িতদেরও সনাক্ত করা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, সরকারকে অস্থিতিশীল করতেই দেশের বিভিন্ন স্থানে একই কায়দায় হত্যাকান্ড ঘটানো হচ্ছে। ২০মে কুষ্টিয়ার শিশিরমাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান। এ সময় তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানও গুরুতর আহত হন। চাঞ্চল্যকর এ হত্যায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তবে খুনের কারণ ও খুনি সনাক্ত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের ৫ মাসে দেশের বিভিন্ন এলাকায় একই ধরণের হামলার ১৫টি ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে হিন্দু মঠের পুরোহিত, সাধু, বৌদ্ধ ভিক্ষু, ধর্মান্তরিত খ্রিস্টান, শিয়া সম্প্রদায়ের নেতা, পীরের অনুসারী, দরজি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র, মার্কিন সাহায্য সংস্থার কর্মকর্তা ও সমকামী অধিকার আদায়ের কর্মী রয়েছেন। আইএস ও আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার নামে দায় স্বীকার করা এসব হত্যাকান্ডের সাথে কারা জড়িত, তা-ও সনাক্ত করা গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করার টার্গেটে উদ্দেশ্যমূলক এসব হত্যা বন্ধে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি