ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সপ্তদশ সংশোধনী বিল উত্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ১০ এপ্রিল ২০১৮

জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি মহিলা আসন ২৫ বছর সংরক্ষিত রাখার বিধানের প্রস্তাব করে মঙ্গলবার সংসদে সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল উত্থাপন করা হয়েছে। আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলে সংবিধানের ৬৫ অনুচ্ছেদের বিদ্যমান দফা ৩-এর পরিবর্তে ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে শুরু করে পঁচিশ বছরকাল অতিবাহিত হবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভেঙ্গে না যাওয়া পর্যন্ত ৫০টি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের মাধ্যমে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন’ শীর্ষক নতুন দফা ৩ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়।

বিলে বলা হয়, তবে শর্ত থাকে যে, এ দফার কোন কিছুই এ অনুচ্ছেদের দফা ২-এর অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করবে না।

পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য রিপোর্টটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

উত্থাপনের পর্যায়ে বিলটির ওপর জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী আপত্তি উত্থাপন করলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। বাসস

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি