ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

এখনও যারা আন্দোলন করছে,তাদের উদ্দেশ্য ভিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ১০ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, “গতকাল আন্দোলনকারীদের প্রতিনিধিদল আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন। সেখানে একটি সুন্দর সমাধান হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে পর্যালোচনা করে নতুন কিছু করা হবে। কিন্তু এরপরে আর আন্দোলন করার কিছু নেই। যারা এখন আন্দোলন করছেন, তাঁদের এখানে অন্য কোন উদ্দেশ্য আছে।”

মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর  রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, উপাচার্যের বাসভবনে যে হামলা হয়েছে, এটা অত্যন্ত নিকৃষ্ট ঘটনা। যুক্তিসংগত আন্দোলন ছাত্ররা করতেই পারে। এর প্রতি সরকারের কোনো বিরূপ মনোভাব নেই। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সভায়  গতকালই বলেছেন এ বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য।’

আওয়ামী লীগের প্রচার উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘পাকিস্তান আমলে সব জায়গায় কোটা ছিল। যদি কোটা না থাকত, তখন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও পিছিয়ে পড়ছিলাম। এটি রাখতে হয়। ভারতে কোটাপদ্ধতি চালু আছে। গতকাল ভারতের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম, ভারতে কোটা ৫১ ভাগ কোটা রয়েছে। সেটি তারা বিভিন্নভাবে ভাগ করে থাকেন।’

কোটাব্যবস্থা অবশ্যই পরিবর্তনযোগ্য উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘পরিবর্তনশীল জগতে আমাদের বিবর্তন হচ্ছে। আমাদের শিক্ষার হার বাড়ছে, মেয়েরা শিক্ষাসহ অনেক ক্ষেত্রে এগিয়েছে। এসব নিয়ে প্রধানমন্ত্রী গতকাল নির্দেশ দিয়েছেন যে কোটাব্যবস্থা পরীক্ষা করে দেখার জন্য।’

আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার উপকমিটির সদস্য আশরাফ সিদ্দিকী, গিয়াস উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি