ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট হ্যাকড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৬, ১১ এপ্রিল ২০১৮ | আপডেট: ০১:২৬, ১১ এপ্রিল ২০১৮

রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদের নিজস্ব ওয়েবসাইটসহ বেশ কয়েকটি সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছে দুর্বৃত্তরা। এদিকে কে বা কারা ওয়েবসাইটগুলো হ্যাক করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে শিক্ষার্থীরা দাবি আদায়ে ওয়েবসাইটগুলো হ্যাক করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা থেকে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। রাত ১টার দিকে রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইট, প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট, , বিসিএস প্রশাসনের ওয়েবসাইট ও কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd),বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd)।


এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি