ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নে কলঙ্কমুক্ত হচ্ছে জাতি

প্রকাশিত : ১৯:১৭, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৯:১৭, ২৮ মে ২০১৬

চ্যালেঞ্জ সত্ত্বেও যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করে কলঙ্কমুক্ত হচ্ছে জাতি। রাজধানীতে একটি বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এ মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, হেগের আদালতে জামাতের পরাজয়ই প্রমাণ করে আন্তর্জাতিক মান বজায় রেখেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বক্তাদের কেউ কেউ বলেন, গণহত্যা ও ধর্ষনই হচ্ছে জামাতের দর্শন। একাত্তরে বাংলাদেশর স্বাধীনাতা বিরুদ্ধে অবস্থান নেয় জামাতে ইসলামী। পাকিস্তানিদের সঙ্গে মত্ত হয় বাঙালি নিধনে। এর নেতৃত্ব দেয় জামাতের শীর্ষ নেতারা। তাদেরই একজন একাত্তরের কসাই কাদের মোল্লা। মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালে ফাঁসি কার্যকর হয় তার। কুখ্যাত এই রাজাকারের স্বাধীনতাবিরোধী কর্মকান্ড তুলে ধরে প্রকাশ হলো সৈয়দ জাহিদ হাসান ও সোনিয়া হকের গ্রন্থ ‘কাদের মোল্লার যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি। বইটির ওপর আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, গনহত্যা ও ধর্ষন যে জামাতের দর্শন তা উঠে আসবে গবেষণাধর্মী এ সব বইয়ের মাধ্যমে। কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার তরুণ প্রজন্মকে যেমন অলোকিত করেছে তেমনি বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক স্বীকৃতি জামাতের বড় পরাজয় বলেও মন্তব্য করেন বক্তারা। এ অবস্থায় দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করেন তারা। আগামীতে এ ধরনের বই যাতে ইংরাজী ভাষায় রুপান্তরের আহ্বান জানান বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি