ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বেশ কিছু ইউনিয়নে সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ৭

প্রকাশিত : ১৯:০৬, ২৮ মে ২০১৬ | আপডেট: ১৯:০৬, ২৮ মে ২০১৬

বেশ কিছু ইউনিয়নে সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন নিহত হয়েছে। কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে বিএনপিরই বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন নিহত হন। এছাড়া চট্টগ্রামের পটিয়ায় এক মেম্বার প্রার্থী এবং জামালপুরে তিনজন ও নোয়াখালীতে একজন নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। দুপুরের পর থেইে উত্তপ্ত হয়ে উঠে কুমিল্ল¬ার নির্বাচনী মাঠ। তিতাসের বলরামপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর সর্থকদের সঙ্গে বিএনপিরই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন নিহত হন। সাতানি ইউনিয়নের স্বরস্বতিচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়। এদিকে চট্টগ্রামের পটিয়ার শাহমিরপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে ইয়াছিন নামে এক মেম্বার প্রার্থীসহ ২ জনের মৃত্যু হয়। জামালপুরের বাহাদুরাবাদের কুঠিরচর কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় নিহত হন ৩জন। আহত প্রায় ২৫ জন। নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নে রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গিয়ে দুই প্রার্থীর সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে আহত আরো একজনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থগিত করা হয় ঐ কেন্দ্রের ভোট। নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দি ইউনিয়নে সম্ভুপুরা প্রাথমিক বিদ্যালয় দু’পক্ষের সংঘর্ষে আহত  হন ৫ জন। ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয় দুই পোলিং এজেন্টকে। ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের সমর্থকদের বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৯টি ইউপির বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। লক্ষ্মীপুরের হাজীরপাড়া ইউসুফপুরে ২ জন গুলিবিদ্ধ হন। পরে স্থগিত হয় কেন্দ্রের ভোট গ্রহণ। নির্বাচনে অনিয়মে সহযোগিতার দায়ে বরিশালের উজিরপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়। আর সিরাজগঞ্জের কাজিপুরের শুভগাছায় জাল ভোটে সহযোগিতার অভিযোগে সহাকারী প্রিজাইডিং অফিসারকে ৬ মাসের কারাদণ্ড দেয় প্রশাসন। এদিকে বৃষ্টির জন্যে সিলেট, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ময়মনসিংহ, মৌলভীবাজারসহ দেশের বেশ কিছু এলাকায় সকালে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হলেও, শেষ মুহূর্তে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। এছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ঝিনাইদহ, চাঁদপুর, নীলফামারী, যশোর, নাটোরও  মানিকগঞ্জসহ  দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি