ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ইরাকের ফালুজা পূনঃদখলে ইরাকি বাহিনীর অভিযান জোরদার

প্রকাশিত : ১২:২৬, ২৯ মে ২০১৬ | আপডেট: ১২:২৬, ২৯ মে ২০১৬

জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে ইরাকের ফালুজা পূনঃদখলে অভিযান জোরদার করেছে ইরাকি বাহিনী। এরইমধ্যে তারা নগরীটি ঘিরে ফেলেছে। এ সপ্তাহের মধ্যেই গোটা এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে সরকারি বাহিনী। এরই মধ্যে শহর ছেড়েছে কয়েক হাজার বেসামরিক মানুষ। তবে প্রায় ৫০হাজার মানুষ এখনো আটকা পড়ে আছে ফালুজায়। ইরাকের উর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সেনারা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে, তবে সাধারন মানুষকে নিরাপত্তা দিতেই অভিযান বিলম্বিত হচ্ছে। সামরিক বাহিনী ও পুলিশের পাশাপাশি অভিযানে অংশ নিচ্ছে মার্কিন বাহিনীও। গত দুই বছর ধরে ফালুজায় ঘাটি গেড়েছে আইএস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি