ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১২:৪৯, ২৯ মে ২০১৬ | আপডেট: ১২:৫২, ২৯ মে ২০১৬

টান টান উত্তেজনায় ঠাসা ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে  হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের ১১তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। অল স্পেনীশ ফাইনালটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকে। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে আবারো ইউরোপ সেরার মুকুট জিতে নেয় জিনেদিন জিদানের দল। হলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের ইতিহাস গড়া। ২০১৪ সালের ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হলো দিয়াগো সিমোনির অ্যাটলেটিকো। জুয়ান ফ্রান্সিসকো পেনাল্টি মিস করার পর রোনাল্ডো পেনাল্টি গোলে আরেকবার  শিরোপা নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। এরআগে ইতালীর মিলানের সান সিরো স্টেডিয়ামে স্পেনের মাদ্রিদ শহরের দুই ক্লাবের লড়াই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে। তবে খেলার ১৫ মিনিটে ফ্রি-কিক থেকে গ্রেরেথ বেলের মাথা ছুয়ে আসা বলে আলতো ছোয়ায় রিয়ালকে এগিয়ে দেন অধিনায়ক রামোস। ৪৩ মিনিটে গ্রীজম্যানের দুরপাল্লার শটটি বার ঘেসে বাইরে গেলে প্রথমার্ধে গোল পরিশোধ করার সহজ সুযোগটি হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধরে সবচেয়ে সহজ সুযোগ পায় অ্যাটলেটিকো। তবে ভাগ্য বিরম্বনায় গ্রীজম্যানের পেনাল্টি বারে লেগে প্রতিহত হলে সমতায় ফিরতে ব্যর্থ হয় সিমিওনির শিষ্যরা। এরপর অবশ্য একাধিক সুযোগ তৈরী করলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। খেলার৭৯ মিািনটে ফেরিরা কারাসকো গোল করে সমতায় ফেরান অ্যাটলেটিকোকে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে একাধিক সুযোগ পেলেও গোলে দেখা পায়নি কোন দলই। ফলে খেলা রগড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম তিন শটে উভয় দল লক্ষ্য ভেদ করে। কিন্তু চতুর্থ শটে অ্যাটলেটিকোর ফ্রান্সিসকো গোল করতে ব্যর্থ হন। এর পর ক্রিশিয়ানো রোনালদো রিয়ালের শেষ শটে গোল করলে প্রথম বারের মত ট্রফি জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় অ্যাটলেটিকো মাদ্রিদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি